বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বড়লেখায় ব্যস্ত রেলক্রসিংয়ে ‘রেলগেট’ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পরকীয়ার বলি ২ সন্তানের জননী, স্বামীসহ প্রেমিকা আটক ‘পুশ ইন’ ইস্যুতে যে দাবি করলেন বিএসএফ ডিজি কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা! দোয়ারাবাজার সীমান্তে গুলিসহ আমেরিকান রিভলবার উদ্ধার আজ ভয়াল ডুংরিয়া গণহত্যা দিবস জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আগামীকাল কুলাউড়ায় ব্রাম্মনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত তাহিরপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাগারে প্রেরণ গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের খসড়া নীতিগত অনুমোদন
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জ আ.লীগের ২৬ নেতাকর্মী জেলে, আদালতে হেনস্তা

সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬জন নেতাকর্মীরা আত্মসমর্পণ করতে আদালতে উপস্থিত হন। এসময় সোমবার (১২ মে) আদালত চত্তরে উত্তেজিত জনতার হাতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬জন নেতা-কর্মীরা হেনস্তার শিকার হয়েছেন। এসময় উত্তেজিত জনতা নেতাকর্মীদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করলে তাৎক্ষনিক বাধা দিলে সাধারণ জনগনের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয় এবং পরবর্তীতে পুলিশ পরিস্তিতি শান্ত করতে ছাতাপেটা করে।

 

সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণকালে এই ঘটনা ঘটে।


জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীরা সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তবে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।


সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

 

আদালতে আত্মসমর্পণকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলী,  ৪নং পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল খায়ের চৌধুরী, আব্দুল মালিক, যুবলীগ নেতা সুমন আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ, সাবেক সভাপতি মস্তফা আহমদ, সাবেক সভাপতি দেলওয়ার চৌধুরী, আজহার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাগরসহ আরোও ১৪জন নেতা-কর্মী।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। এই চারটি মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।


মামলার বাদী মো. জাফর আহমদ, হোসেন আহমদ, রিপন আহমদ ও মিলন তালুকদার সিলেটভিউকে জানান- ‘তাদের দায়ের করা মামলায় সোমবার ২৬জন নেতা-কর্মীরা সিলেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।’


সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন বলেন, ‘চার মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’


এর আগে বৃহস্পতিবার (৮ মে) সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের ১০ জন নেতা-কর্মীরা সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। তখন আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এই সম্পর্কিত আরো

বড়লেখায় ব্যস্ত রেলক্রসিংয়ে ‘রেলগেট’ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পরকীয়ার বলি ২ সন্তানের জননী, স্বামীসহ প্রেমিকা আটক

‘পুশ ইন’ ইস্যুতে যে দাবি করলেন বিএসএফ ডিজি

কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!

দোয়ারাবাজার সীমান্তে গুলিসহ আমেরিকান রিভলবার উদ্ধার

আজ ভয়াল ডুংরিয়া গণহত্যা দিবস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আগামীকাল

কুলাউড়ায় ব্রাম্মনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

তাহিরপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাগারে প্রেরণ

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের খসড়া নীতিগত অনুমোদন