সোমবার, ১২ মে ২০২৫
সোমবার, ১২ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময়

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।

সোমবার(১২ মে) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় সৈয়দ তামিম আহমদ বলেন, 
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম স্বাধীনতার পক্ষের একটি নির্বাচনমূখী নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল। সেই ঐতিহ্যবাহী সংগঠনের একজন কর্মী হিসেবে আমি গর্বিত৷ সুনামগঞ্জ-৩ আসন একটি স্বনামধন্য আসন৷ বিগত দিনে এই আসনে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি অন্য দলে চলে যাওয়ার এখানে আমাদের কোন দলীয় প্রার্থী নেই৷ যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনসাধারণের পাশে আছি, তাদের জন্য কাজ করছি সেহেতু আমি আশা করতেই পারি আমার দল আমাকে মনোনয়ন দিবে৷ সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের আসন। এই আসনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

তিনি আরও বলেন, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এই আসনের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য কাজ করবো। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা চাই। 

বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সৈয়দ তামিম আহমদ বলেন, আমি চাই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে স্থানে নির্ধারণ করা হয়েছে সেই স্থানে দ্রুত বাস্তবায়ন করা হোক৷ 

এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি ডাক্তার আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও যুব বিষয়ক সম্পাদক গাজী আবুল কালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো