সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার ৯ মে সকাল ১১ ঘটিকায় ঘটিকা রুহুল আমিন বাড়িতে প্রতিপক্ষ হামলায চালায়। এতে আজিজুর রহমান শামীমের মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হোন। এবং এসময় তার মা ও ভাই আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের পুরাতন বিল্ডিং এর ২৭ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রুহুল আমিন সাথে পার্শ্ববর্তী হাবিবুর রহমান হবি ছেলে জুয়েল আহমদ ও রাসেল আহমদ সৌরভের সঙ্গে একই বাড়ির ইউসুফের দীর্ঘদিন থেকে বসতবাড়ী নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধের জেরে জুয়েল আহমদ ও রাসেল আহমদ সৌরভ রুহুল আমিনের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আজিজুর রহমান শামীম (২৬)। এ ঘটনায় একই পরিবারের আরো ৩ জন আহত হন তারা হলেন মিনহাজুর রহমান ইমন (২৪), রুহুল আমিন (২৮) ও মিনারা বেগম (৫০)।
আহতদের পরিবারের সদস্য মোহাম্মদ রুহুল আমিন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লখ করা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাদিপক্ষের সঙ্গে বিরোধে লিপ্ত রয়েছেন অভিযুক্তরা। তারা প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, সংঘর্ষে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।