জৈন্তাপুরে ১৩ বছর বয়সী কিশোর ছেলেকে বলৎকার করার চেষ্টার অভিযোগে ১জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটক হওয়া ব্যক্তি জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে নছিম উদ্দিন (২৫)।
জানা যায়, শনিবার (১০ই মে) রাত ১১ টায় ভিকটিম ওই কিশোরের মা থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে নছিমকে আটক করে থানায় নিয়ে আসে। আসামি নছিম দীর্ঘদিন ভিকটিম কিশোর ছেলেকে কু-প্রস্তাব দিয়ে আসছে। ৩ মে ভিকটিম ওই কিশোর বাড়ি যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে আসামি নছিম তাকে জোরপূর্বক স্কুলের পিছনে ঝোঁপের নিকট নিয়ে বলৎকারের চেষ্টা করে। পরে ভিকটিম ওই কিশোর ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে একটি দোকানের সামনে এসে পৌঁছালে নছিম তাকে আটক করে মারধর করে শরীলে নীলাফুলা জখম করে। দোকানে থাকা স্থানীয় লোকজন ভিকটিম ওই কিশোরকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেয়।
কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে ঘটে যাওয়া ঘটনার পর নছিম উদ্দিন তাদের পরিবারকে আইনগত ব্যবস্থা না নিতে নানাভাবে হুমকি-ধামকি প্রদান করে। এমনকি ওই কিশোরের বাড়ির আশপাশে দা হাতে ঘুরাঘুরি করতেও দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পরে কিশোরের ওই পরিবার তাদের আত্মীয়স্বজনের সাথে পরামর্শ করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই নছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ মামলা দায়ের করা হয়। আটক নছিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা করেছেন।