সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে একটি কার্গো ট্রাকভর্তি ভারতীয় কয়লার চালান জব্দ করেছে বিজিবি। শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে এই কয়লার চালানটি জব্দ করা হয়।
তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়লাভর্তি ট্রাক রেখেই পালিয়ে যায় চোরাকারবারি চক্রের সদস্যরা।
এদিকে, একই সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের শ্বশানঘাট এলাকা থেকে ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করে নারায়নতলা বিওপির একটি টহল দল।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানীরা তৎপরতা হয়ে ওঠেছে। তাদের রুখতে ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি রয়েছে।