সিলেট ও সুনামগঞ্জমহ সারাদেশে চলমান তাপপ্রবাহ কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রোববার (১১মে) সকালে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে সিলেটসহ সারাদেশেই বৃষ্টিপাত শুরু হতে পারে, তাতে তাপমাত্রা নেমে আসবে।
আজ রোববার (১১ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. ওমর ফারুক।
তিনি জানান, আগামীকাল সোমবারও ঢাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র তাপদাহ চলবে। তাপমাত্রা থাকবে চল্লিশের উপরে। তবে আগামীকাল বিকেলের পর থেকে দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জ ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ১৩-২০ মে সারাদেশে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, এতে সারাদেশেই তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমবে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আরও জানান, আগামীকাল উত্তরের রংপুর, ময়মনসিংহ এবং উত্তর–পূর্বের সিলেটের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবান আছে। তবে মঙ্গলবার থেকে সারাদেশেই বৃষ্টি খানিকটা বাড়তে পারে।
এদিকে দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা—এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।