সুনামগঞ্জে জুলাই ২৪ গণ-অভ্যুত্থানের আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ মে) বেলা সাড়ে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ‘সি’ ক্যাটাগরিতে ২৩০ জন আহতদের ১ লাখ টাকা করে ২ কোটি ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এর আগে, অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত সকল যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জুলাই ২৪ এর গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করতে পেরে জেলা প্রশাসন অত্যন্ত আনন্দিত। আপনারা সেই উত্তাল দিনে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে যে সাহস ও ত্যাগ দেখিয়েছেন, তা সত্যিই অতুলনীয়। আপনাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি এবং জাতি সবসময় আপনাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসন এবং সরকার সবসময় আপনাদের পাশে আছে। এই আর্থিক অনুদান সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। আমরা জানি, এই সামান্য সহায়তা আপনাদের কষ্টের সম্পূর্ণ উপশম ঘটাতে পারবে না, তবুও আশা করি এটি আপনাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে এবং চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. মাহবুবুর রহমান।