বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তামাবিল কাস্টমসের নিলাম বাগিয়ে নিতে ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল-শ্রমিক সংঘর্ষ পরিণীতির আগের ভিডিও ভাইরাল করলেন নেটিজেনরা তিন নদীর বাঁধ খুলে দিয়েছে দিল্লি, বন্যা এড়াতে পাকিস্তানকে ভাসিয়ে দিল ভারত ১৫ হাজার ঘনফুট বালু জব্দ - কুশিয়ারা সাদা বালি হরিলুট, সংবাদ টনক নড়ল প্রশাসনের চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন-পরিবহনে নতুন করে নিষেধাজ্ঞা ডিসির জেলা প্রশাসনের চিরুনি অভিযান - ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ১ জনের কারাদণ্ড তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল চন্দ্রনাথ পাহাড়ে উসকানিমূলক কার্যক্রম দেখামাত্র ব্যবস্থার নির্দেশ তিন উপদেষ্টার রুমিন একা যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি: রনি
advertisement
সিলেট বিভাগ

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করাত কলের জমজমাট ব্যবসা!

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ভাবে গড়ে উঠেছে সুনামগঞ্জের সীমান্তের বিভিন্ন স্থানে ব্যাঙ্গের ছাতার মত শতাধিক করাত কল। করাতকল মালিক ও অসাধু কাঠ ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে গাছ এনে চাহিদা মত কাঠ ফালী করে দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছে।

এছাড়াও দায়িত্বশীলদের গাফিলতির কারনে দেশীও গাছ নির্বিচারে কেটে বিক্রি করার কাজ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে অসাধু চক্রটি। যার ফলে প্রকৃতি ও পরিবেশ উপর প্রভাব পড়ছে যেমন, তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বনবিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ হিসেবে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, করাতকল মালিকদের সাথে গোপন সক্ষতা রয়েছে তাদের। কিছু অসাধু কর্মকর্তা নিয়মিত মাসোয়ারা নিচ্ছেন বলে লোক মুখে শুনাগেছে। আর সে কারনেই আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বনবিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর,মধ্যনগর,ছাতক,দোয়ারা বাজার সুনামগঞ্জ সদর উপজেলা সীমান্ত এলাকায় হওয়ার কারনে নিয়মনীতি অনুসরণ না করেই তিন শতাধিক করাতকল বসিয়ে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে মালিকপক্ষ ও সীমান্ত চিহ্নিত চোরাকারবারিরা। তারা ভারত থেকে বিভিন্ন সাইজের গাছ এনে চাহিদা মত কাঠ তৈরী করে জেলাসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় কোনো নিয়মনীতিরই তোয়াক্কা করছে না করাত কল গুলো। একটির ও নেই কোন লাইসেন্স। নিজদের মত করেই গাছ কাঠছে। নেই কোনো হিসাব গাছ কাটার।

বন বিভাগ সূত্রে জানা যায়,বন আইন ১৯২৭ ও তৎপ্রণীত সমিল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী কোনো সমিল মালিক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবে না। লাইসেন্স নেওয়ার পর থেকে প্রতি বছর তা নবায়ন করতে হবে। সমিল স্থাপনের জন্য বন বিভাগের লাইসেন্স পাওয়ার পর নিতে হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,এ ছাড়া যেখানে সেখানে সমিল স্থাপন করা যাবে না।

জেলার সচেতন মহল বলছেন,দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রয়োজনীয় কঠোর নজরধারি না থাকায় ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব বিস্তার করে যত্রতত্র গড়ে উঠা এসব সমিল বা করাত কলের ব্যবসাও বেশ জমজমাট। দায়িত্ব কতৃপক্ষকে ম্যানেজ করেই চলছে এই অনিয়ম আর সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। 

এদিকে করাতকল মালিক ও চালকদের সাথে কথা বলতে চাইলে তারা কোনো কথাই বলতে রাজি হয়নি। তারা নানান ভাবেই এড়িয়ে যায়।

বিশ্বম্ভরপুর উপজেলায় শক্তিয়ারখলা বিট অফিসার বিরেন্দ্র কিশোর রায় জানান,আসলে কেউই লাইসেন্স করতে চায় না। তাদের বললেও কাজ না হওয়ায় আমরা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে জরিমানা করে থাকি। 

এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন প্রায় সময়ই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এছাড়াও বনবিভাগের একটি অফিস আছে তাদের বলেছিলাম এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য। তারা কেন নেয়নি বলতে পারি না।

এই সম্পর্কিত আরো

তামাবিল কাস্টমসের নিলাম বাগিয়ে নিতে ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল-শ্রমিক সংঘর্ষ

পরিণীতির আগের ভিডিও ভাইরাল করলেন নেটিজেনরা

তিন নদীর বাঁধ খুলে দিয়েছে দিল্লি, বন্যা এড়াতে পাকিস্তানকে ভাসিয়ে দিল ভারত

১৫ হাজার ঘনফুট বালু জব্দ কুশিয়ারা সাদা বালি হরিলুট, সংবাদ টনক নড়ল প্রশাসনের

চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন-পরিবহনে নতুন করে নিষেধাজ্ঞা ডিসির

জেলা প্রশাসনের চিরুনি অভিযান ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ১ জনের কারাদণ্ড

তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল

চন্দ্রনাথ পাহাড়ে উসকানিমূলক কার্যক্রম দেখামাত্র ব্যবস্থার নির্দেশ তিন উপদেষ্টার

রুমিন একা যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি: রনি