জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে ১০ মে শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বীরেন্দ্র চন্দ্র দাস।
মুক্ত আলোচনায় অংশ নেন গোলাপগঞ্জ উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, দাঁড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, হাজী জছির আলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।