রবিবার, ১১ মে ২০২৫
রবিবার, ১১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

চালকের অসাবধানতায় শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন ঘোরানোর সময় চালকের ভুলে লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) বেলা দেড়টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


জানা যায়, শ্রীমঙ্গল রেলস্টেশনে দুপুরে তেলবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটিতে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, চালক রেললাইনের সিগনাল ফলো না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। শুধু ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সম্পর্কিত আরো