সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে নাহিয়ান হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেট নগরের যতরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ১০টায় নগরের মিরাবাজার জামেয়ায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
নাহিয়ান যতরপুরের বাসিন্দা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছোট ছেলে। সে সিলেটের স্কলার্সহোম স্কুলের শিবগঞ্জ শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শুক্রবার বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে ছয়তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায় নাহিয়ান । একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যায় সে। স্বজন ও প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী সিলেট ইবনে সিনা হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। ছাত্রের পরিবার কোনো অভিযোগ করেনি। আজ লাশ দাফন করা হয়েছে।’