হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষার দাবিতে নবীগঞ্জে সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় নবীগঞ্জ প্রেসক্লাবে ‘হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন’-এর আয়োজনে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিষুয চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, হাসবী সাঈদ চৌধুরী, ফরিদুজ্জামান রনি, তাজুল ইসলাম রোমান, মো. সোয়াব খান, নবীগঞ্জ উপজেলা সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক চৌধুরী ফয়ছল শোয়েব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী মাসুদ, ওলামা দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপি নেতা মাওলানা শোয়েব আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, বর্তমান যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আহাম্মদ ঠাকুর রানা, নবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এমদাদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমদ, সোহেল আহমদ, রুবেল মিয়া, আব্দুল মজিদ, আবু হুরায়রা মামুন, আব্দুস শাহিদ, পলাশ রতন দাশ, পৌর বিএনপি নেতা নিলকন্ঠ দাশ সামন্ত নন্টি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হাবিবুর রহমান হাবিব, সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ইসলাম ইফতি প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব