নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর ( পশ্চিম) ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সংঘটিত অগ্নিকেন্ডে দুটি দোকান ও পিছনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার সকালে ওই অগ্নিকান্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১ নং ভাকৈর ইউনিয়নের বোয়ালিয়া বাজারে শুক্রবার সকালে মনির মিয়া এবং রুমি আহমদ দোকান এবং বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই দুটি দোকানসহ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।