দিরাইয়ে প্রান্ত দাসের খুনি শাকিল আহমদসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দিরাই থানা পয়েন্টে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পায়েল আহমেদ, নাঈম মিয়া, মিটন দাস, সজীব দাস, প্রনয় বৈষ্ণব, রনি চক্রবর্তী, শাওন দাস, সুপ্ত বৈষ্ণব, অয়ন তালুকদার, বিপুল সূত্রধর, অসিত দাস, মারফত মিয়া, দিগন্ত সূত্রধর, লিটন মিয়া, দিপন দাস, জনি চক্রবর্তী, সাজু দাস, দীপ্ত চক্রবর্তী। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রান্ত দাসের খুনি শাকিল আহমদ ও তার পিতা চান মিয়ার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রসঙ্গত,গত ২৬ এপ্রিল সন্ধ্যার দিকে বাড়ির পাশে ধান শুকানোর খলায় (মাঠে) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুলফির আঘাতে প্রান্ত দাস খুন হয়। এ ঘটনায় অভিযুক্ত শাকিল আহমদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে দিরাই থানা পুলিশ।