সিলেট নগরীতে হাইএস গাড়ির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৬টার দিকে বিমানবন্দর সড়কের চৌকিদেখি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, পরিবার পরিকল্পনা সামগ্রী ও জরুরী ঔষধ সরবরাহে নিয়োজিত এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি হাইএস গাড়ির (ঢাকা মেট্রো চ ১৩-৯২৯৮) সাথে একটি সিএনজি অটোরিকশার (সিলেট থ ১২-৩২১৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার চালক এবং অটোরিকশায় থাকা শিশুসহ ৩ যাত্রী আহত হন। পরে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে বিমান বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।