সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ববাজার এলাকা থেকে মাথাবিহীন অর্ধগলিত অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। শুক্রবার (৯ই মে) দুপুর আড়াইটার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, শুক্রবার (৯ই মে) জৈন্তাপুর উপজেলার পূর্ববাজার এলাকার বড়পুকুর থেকে ভাসমান মাথাবিহীন অর্ধগলিত অবস্থায় নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। জৈন্তাপুর থানাপুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বড়পুকুর থেকে ভাসমান মাথাবিহীন অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মৃতদেহটি নবজাতক শিশুর। নবজাতকের মাথার অংশ পঁচে-গলে দেহ হতে বিচ্ছিন্ন হয়েগেছে। স্থানীয় লোকজনের ধারণা হচ্ছে মৃত অবস্থায় জন্ম নেয়া শিশুটি কেউ পুকুরে ফেলে যায়।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।