শুক্রবার, ০৯ মে ২০২৫
শুক্রবার, ০৯ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন - সিলেটের নারী যুগ্ম সংগঠককে ফান্ড সেলের সম্পাদক ও সদস্য সচিবের ধর্ষনের হুমকি ধূমপানের বিকল্প অথবা কম ক্ষতিকর স্বাস্থ্যবান্ধব ধূমপায়ীদের জন্য কি করা যায়? সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত তাহিরপুরে নেই এসিল্যান্ড, জনবল সংকটে চরম দুর্ভোগে উপকারভোগীরা জকিগঞ্জে দোকানের উপরের টিন ভেঙে ফার্মেসিতে চুরি, দেড় লক্ষ টাকাসহ ওষুধ লুট তাহিরপুরে প্রাথমিকে প্রশ্নফাঁস - বাড়ি থেকে প্রশ্ন এনে পরীক্ষা দিচ্ছিল পরিক্ষার্থীরা আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৪০ জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করলেন নির্বাহী প্রকৌশলী জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে নেই এসিল্যান্ড, জনবল সংকটে চরম দুর্ভোগে উপকারভোগীরা

৫ মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড)পদটি শুন রয়েছে। শুধু এসিল্যান্ড পদটিই শুন্য নয় সহকারী কমিশনার ভূমি অফিসেও জনবল সংকট রয়েছে। এতে করে নামজারীসহ নানান কাজে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলা বাসী।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করেন শামস সাদাত মাহমুদউল্লাহ ৩ মার্চ ২৪ ইং সালে। তিনি একেই বছরের ৩১শে ডিসেম্বর বদলী হয়ে অন্যত্র চলে যান এর পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।  তিনি নিজ দাপ্তরিক কাজ সহ বিভিন্ন কারনে দিনভর ব্যবস্থ থাকায় ভূমি অফিসে খুব কম সময় দিতে পারছেন। যার ফলে গুরুত্বপূর্ণ নামজারীসহ অন্যান্য কাজ সমাধানে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপকার ভোগীগন।

আরও খোঁজ নিয়ে জানা গেছে,ভূমি অফিসে যে কটি পদ রয়েছে তার মধ্যে কানুনগো ১ টি পদের মধ্যে একটিই শুন্য,প্রধান সহকারী/নাজির/অফিস সহকারী/মিউ সহ: ৬ টি পদ থাকলেও এই উপজেলা থেকে দুজন প্রেশনে অন্য উপজেলায় কর্মরত রয়েছে,সার্ভেয়ার দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য,জারীকারক দুটি পদের মধ্যে দুটিই শুন্য,চেইনম্যান দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য। এছাড়াও উপজেলার ২ টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ইউনিয়ন ভূমি অফিস তাহিরপুর সদর এ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি  পদের মধ্যে ১টি ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য ও ইউনিয়ন ভূমি অফিস ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১ টিই শুন্য ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য রয়েছে রয়েছে দীর্ঘদিন ধরে। যার ফলে কর্মরতগন তাদের কাজ সঠিক ভাবে পালন করতে পারছেন না।

দলীল লেখক আলা উদ্দিল জানান,এসিল্যান্ড না থাকায় নামজারী করা যাচ্ছে না,এতে করে জমি জমা বিক্রি কমে গেছে। অনেকেই ব্যাংক থেকে লোন নিতে পারছে না। এদিকে আগে সাপ্তাহে দলিল হত ৭০-৮০টি এখন হচ্ছে ৪০-৫০টি। এতে করে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে অপর দিকে জনগন দূর্ভোগ পোহাচ্ছে।

উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী,বড়ছড়া থেকে আসা জামিল মিয়া,শাহাদত আলী,আল আমিন,নুর ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামজারী করতে আসা লোকজন জানান,এত দুর থেকে এসেছিলাম আমার আত্নীয় নামজারী করতে এখন শুনি এসিল্যান্ড স্যার নাই। তিনি গত দু মাস ধরে নেই। না থাকায় দূর্ভোগে আছি। এছাড়াও জনবল সংকট থাকায় ভূমি অফিসের কাজেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

ভূমি অফিস গুলোতে কর্মরতগন জানান,একে ত জনবল নেই,এর মধ্যে এসিল্যান্ড স্যার নেই। তিনি না থাকায় জনগন তাদের কাংখিত সেবা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি আমাদেরও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান,এসিল্যান্ডসহ শুন্য পদ গুলো পূরনের জন্য আমি আমার  ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

এই সম্পর্কিত আরো

বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নারী যুগ্ম সংগঠককে ফান্ড সেলের সম্পাদক ও সদস্য সচিবের ধর্ষনের হুমকি

ধূমপানের বিকল্প অথবা কম ক্ষতিকর স্বাস্থ্যবান্ধব ধূমপায়ীদের জন্য কি করা যায়?

সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি

পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত

তাহিরপুরে নেই এসিল্যান্ড, জনবল সংকটে চরম দুর্ভোগে উপকারভোগীরা

জকিগঞ্জে দোকানের উপরের টিন ভেঙে ফার্মেসিতে চুরি, দেড় লক্ষ টাকাসহ ওষুধ লুট

তাহিরপুরে প্রাথমিকে প্রশ্নফাঁস বাড়ি থেকে প্রশ্ন এনে পরীক্ষা দিচ্ছিল পরিক্ষার্থীরা

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৪০

জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করলেন নির্বাহী প্রকৌশলী

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি