শুক্রবার, ০৯ মে ২০২৫
শুক্রবার, ০৯ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন - সিলেটের নারী যুগ্ম সংগঠককে ফান্ড সেলের সম্পাদক ও সদস্য সচিবের ধর্ষনের হুমকি ধূমপানের বিকল্প অথবা কম ক্ষতিকর স্বাস্থ্যবান্ধব ধূমপায়ীদের জন্য কি করা যায়? সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত তাহিরপুরে নেই এসিল্যান্ড, জনবল সংকটে চরম দুর্ভোগে উপকারভোগীরা জকিগঞ্জে দোকানের উপরের টিন ভেঙে ফার্মেসিতে চুরি, দেড় লক্ষ টাকাসহ ওষুধ লুট তাহিরপুরে প্রাথমিকে প্রশ্নফাঁস - বাড়ি থেকে প্রশ্ন এনে পরীক্ষা দিচ্ছিল পরিক্ষার্থীরা আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৪০ জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করলেন নির্বাহী প্রকৌশলী জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল এবং দীর্ঘদিন ধরে বসবাসরতদের নামে জমির স্থায়ী বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ মে) সকালে জৈন্তাপুর উপজেলা ভূমি অফিস কর্তৃক মেঘালয় টি এস্টেটের ইজারাকৃত জমির সীমানা নির্ধারণের খবরে চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল শাহী ঈদগাহ মাঠে জড়ো হন পাঁচটি মৌজার সাধারণ নারী-পুরুষ। সেখানে গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।

পরে বেলা ১১টায় ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ঘণ্টাব্যাপী মিছিলে নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। এরপর শুরু হয় অবস্থান কর্মসূচি, যা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় বর্ষীয়ান ব্যক্তি শামসুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল। এছাড়া পাঁচটি মৌজার সাধারণ মানুষ, আলেম সমাজ, ছাত্র এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম এবং সকল ইউপি সদস্যরা।

চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, আমি অতীতেও ৫ মৌজার মানুষের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। আজকের কর্মসূচির প্রেক্ষিতে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা আক্তার লাবনী সীমানা নির্ধারণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন এবং সরাসরি আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে পাঁচ মৌজার জনগণের সঙ্গে দাবিদাওয়া নিয়ে আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণের আশ্বাস দিলে বিকেল ৪টায় অবস্থান কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।

এই সম্পর্কিত আরো

বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নারী যুগ্ম সংগঠককে ফান্ড সেলের সম্পাদক ও সদস্য সচিবের ধর্ষনের হুমকি

ধূমপানের বিকল্প অথবা কম ক্ষতিকর স্বাস্থ্যবান্ধব ধূমপায়ীদের জন্য কি করা যায়?

সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি

পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত

তাহিরপুরে নেই এসিল্যান্ড, জনবল সংকটে চরম দুর্ভোগে উপকারভোগীরা

জকিগঞ্জে দোকানের উপরের টিন ভেঙে ফার্মেসিতে চুরি, দেড় লক্ষ টাকাসহ ওষুধ লুট

তাহিরপুরে প্রাথমিকে প্রশ্নফাঁস বাড়ি থেকে প্রশ্ন এনে পরীক্ষা দিচ্ছিল পরিক্ষার্থীরা

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৪০

জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করলেন নির্বাহী প্রকৌশলী

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি