সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো.মুজিবুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ মে ) সকালে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান মায়েরকোল গ্রামের নুরুল মো. আমিনের ছেলে। এবং স্থানীয় খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী জানান, মুজিবুর রহমান সকাল ৮টার দিকে বাড়ির পাশের হাওরে মাছ শিকারে বের হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। মাছ ধরার এক পর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।