বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে সিলেটের চার পুলিশ সুপার বিশ্বনাথে সাবেক মন্ত্রী, মেয়র-চেয়ারম্যান ও পুলিশসহ ৪০৫জনকে আসামি করে মামলা ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল পাকিস্তান ভারত-পাকিস্তান উত্তেজনায় ‘উদ্বেগ’ প্রকাশ, যা বলল চীন গণতন্ত্র হরণ করায় হাসিনাকে পালাতে হয়েছে, সরকারকে দুদুর হুঁশিয়ারি পাকিস্তানে চালানো অভিযানকে কেন ‘সিন্দুর’ নাম দিল ভারত বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ সাব্বীর আহমদ সামরিক শক্তিতে ভারত-পাকিস্তানের হিসাব নিকাশ যে কারণে ভাইরাল রাকিব-জিসানের ‘পার্টি অফিস’ হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সাবেক মন্ত্রী, মেয়র-চেয়ারম্যান ও পুলিশসহ ৪০৫জনকে আসামি করে মামলা

সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ১৩ বছর পর সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, ওসি ও আ.লীগ ও সহযোগি সংগঠনের ৪০৫জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার লিখিত অভিযোগপত্রে ১০৫ জনের নাম উল্লেখ ও আরোও ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে (বিশ্বনাথ সিআর মামলা নং ১৭৭/২০২৫)।

বাদীর আদালতে দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর ২০১২ সালে ১৭ এপ্রিল বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশ্বনাথে মিছিল বের করলে মিছিলটি বাসিয়া ব্রিজের উত্তর পারে রামপাশা রোডে আসামাত্র শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে অভিযুক্তরা মিছিলে হামলা করে। পুলিশ’সহ হামলাকারীদের গুলিতে বাদীর ভাতিজা’সহ মিছিলকারীদের অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। এরপর আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা গ্রহন করেন। দীর্ঘদিন মামলা দায়েরের সুযোগ না পেয়ে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে আইনের শাসন প্রতিষ্টা হওয়ায় আদালতে বাদী মামলাটি দায়ের করেছেন মর্মে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

হাবিবুর রহমান মামলার লিখিত অভিযোগপত্রে- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র মুহিবুর রহমান, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইমাম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, বিশ্বনাথ থানার তৎকালীন অফিসার ইন-চার্জ (ওসি) আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) চান মিয়া, এসআই মনজ কান্তি, আব্দুল আলিম, নজরুল ইসলাম, দেব দুলাল, এনাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি ফখরুল ইসলাম মতছিন (দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান), ইরন মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হেনা মোঃ ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিক হাসান, উপজেলা আ.লীগ নেত্রী অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজর আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি,  উপজেলা আওয়ামী লীগের সদস্য কবির আহমদ কুব্বার, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি শংকর দাস শংকু, বিশ্বনাথ পুরাণ বাজারের প্রবীন ব্যবসায়ী সমরেন্দ্র বৈদ্য সমর বাবু, বিশ্বনাথ সাব রেজিস্টারী অফিসের দলিল লেখক রিপন চন্দ্র দাশ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথী দাস পাপ্পু, সহ সভাপতি সালমান আহমদ রাব্বানী, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সিলেট জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমদ বাবুল, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ’খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশিক আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামীম আহমদ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, জাহারগাঁও গ্রামের ওয়ারিছ খান, ফিরোজ খান, সাতপাড়া গ্রামের আলী আহমদ, আমির আলী, ধনপুর গ্রামের ওয়াহাব আলী, জানাইয়া গ্রামের জুনাব আলী, শফিক মিয়া, শাহ আলম খোকন, খায়রুল মিয়া, শাহিন আহমদ, রাজন আহমদ, আব্দুর রব, আজিজুর রহমান আইজু, মৌলভীগাঁও গ্রামের মাহফুজুর রহমান, আব্দুল মনাফ, লোকমান মিয়া, তাহমিদ আহমেদ নাদেল, জয়নাল আবেদীন, সাব্বির আহমদ, জগদিশপুর গ্রামের নজির আহমদ, নাজমুল ইসলাম, দোহাল গ্রামের জামাল আহমদ, বিশ্বনাথ নতুন বাজারের আল হেলাল, বড় খুরমা গ্রামের হিরা মিয়া, দশপাইকা গ্রামের জুনাব আলী, শিমুলতলা গ্রামের আব্দুল হান্নান তোতা, শাহজিরগাঁও গ্রামের শানুর আলী, রুপালী, কাদিপুর গ্রামের আব্দুস সাত্তার, লামারচক কাদিপুর গ্রামের শানুর আলী, শহিদ আহমদ, শ্রীপুর গ্রামের দুদু মিয়া, কাদিপুর গ্রামের আব্দুল হক, শিমুলতলা গ্রামের কামরুল ইসলাম, সখিপুর গ্রামের মুজিবুর রহমান, মীরেরচর-১ গ্রামের আব্দুল করিম, মোল্লারগাঁও গ্রামের সিতাব আলী, ইলামেরগাঁও (আটঘর) গ্রামের লোকমান আলী, হরিকলস গ্রামের নোয়াব আলী, মীরেরগাঁও গ্রামের আবুল কালাম, কৈশবপুর গ্রামের আমিরুল ইসলাম, কামালপুর গ্রামের বাবুল মিয়া, নরশিংপুর গ্রামের নাজিম উদ্দিন, আমতৈল গ্রামের মুহিবুর রহমান, বাইশঘর গ্রামের শিবিল আহমদ শিবলি, কোনাউরা নোয়াগাঁও গ্রামের শানুর আলী, মৌলভীবাজারে রাজনগর থানার রাজনগর গ্রামের মঞ্জুর আলী। এছাড়া মামলায় আরোও ৩০০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়।  

এই সম্পর্কিত আরো

আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে সিলেটের চার পুলিশ সুপার

বিশ্বনাথে সাবেক মন্ত্রী, মেয়র-চেয়ারম্যান ও পুলিশসহ ৪০৫জনকে আসামি করে মামলা

ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল পাকিস্তান

ভারত-পাকিস্তান উত্তেজনায় ‘উদ্বেগ’ প্রকাশ, যা বলল চীন

গণতন্ত্র হরণ করায় হাসিনাকে পালাতে হয়েছে, সরকারকে দুদুর হুঁশিয়ারি

পাকিস্তানে চালানো অভিযানকে কেন ‘সিন্দুর’ নাম দিল ভারত

বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ সাব্বীর আহমদ

সামরিক শক্তিতে ভারত-পাকিস্তানের হিসাব নিকাশ

যে কারণে ভাইরাল রাকিব-জিসানের ‘পার্টি অফিস’

হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান