সিলেট নগরীতে ১০২ পিস ইয়াবাসহ মোহন মিয়া (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুর ২টার দিকে জেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মোহন মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কলকতখা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর জেল রোডে চাউলের আড়ৎ মেসার্স তোফা এন্টারপ্রাইজের সামনে অভিযান মোহনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'আটককৃত মোহনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'