বুধবার, ০৭ মে ২০২৫
বুধবার, ০৭ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দুই কিশোরীকে পাচারের ঘটনায় দুই আসামির ২ দিনের রিমান্ডে

পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে ২ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২য় বিচারক ছগির আহমদ এ আদেশ দেন।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল চন্দ্র সরকার মানব পাচার মামলায় গ্রেপ্তারকৃত আসামী শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আদালত আজ দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এই সম্পর্কিত আরো