মঙ্গলবার, ০৬ মে ২০২৫
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে কার্ল মার্কস'র জন্মবার্ষিকীতে আলোচনা সভা

বিশ্বখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের ২০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(৫ মে) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাঠকৃতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচকরা বলেন, কার্ল মার্কসের সমাজ, অর্থনীতি ও রাজনীতিবিষয়ক ভাবনা আজও প্রাসঙ্গিক। তাঁর লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল বিশ্বব্যাপী শোষণ-বিরোধী আন্দোলনের মৌলিক দিশা হিসেবে বিবেচিত। বক্তারা আরও বলেন, বর্তমান বৈষম্যমূলক সমাজে মার্কসের আদর্শ নতুনভাবে চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, ব্যাংকার সত্যজিৎ আচার্য চন্দন, প্রভাষক দোলন দেবনাথ, জাফর আলী, কবির মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও পংকজ চক্রবর্তী জয়। আলোচনা শেষে গানে গানে অনুষ্ঠানের সমাপ্তি করেন বাউল লালশাহ।

এই সম্পর্কিত আরো