বুধবার, ০৭ মে ২০২৫
বুধবার, ০৭ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পিকআপ কেড়ে নিল দুই বছরের আলভির প্রাণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আলভি (২) নামের এক শিশু নিহত হয়েছে৷ এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদা নূর উদ্দিন (৬৫)।

মঙ্গলবার(৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আলভি বগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে৷ 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলভি ও তারা দাদা হাটছিলেন। এসময় দিরাইগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদের পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং নুর উদ্দিন গুরুতর আহত হন৷ পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, দিরাইগামী একটি পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে৷ ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো