মঙ্গলবার, ০৬ মে ২০২৫
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে স্বাগত মিছিল বের করা হয়। 


সোমবার (৫ মে) বিকেলে মিছিলটি নগরীর মহাজনপট্টি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুবন মার্কেটে এসে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিলিত হয়। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।


এসময় উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি আফজল হোসেন, ছাত্রদল নেতা তারেক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সিপলু, তানভীর আহমদ, জেলা ছাত্রদল নেতা আব্দুল তারেক, মিজান আহমদ, ছালিম ইসলাম, জাকির হোসেন তারেক, জাহিদ শিকদার, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা জাকির হোসেন, রায়হান আহমদ, মাহাদি জান্নাত রাফি, রাসেল আহমদ, মাহবুব আহমদ, আবু বক্কর, এম ডি নিশাদ উদ্দিন হানিফ, জাহিদ হাসান নাবিল, ছিদ্দিক আহমদ, জালালাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি গোলাম হাফিজ সামি, সাধারণ সম্পাদক আব্দুলা আল সালমান, সেস্ট কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি  মো. শাহিন আলম, সাগর আহমেদ, সিলেট সরকারি টেকিনক্যাল স্কুল এন্ড কলেজের সহ সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ মাজেদ, জাহিদ, মাসুম, আদিল চৌধুরী, নাবির আহমদ, আরিয়ান খান সজিব, রিফাত, হামিম, নোমান, হামিদ, ইফতি, মারজু, মোস্তাফিজ, ইমন প্রমুখ।


সভায় বক্তরা বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মাটি স্পর্শ করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা আমাদের প্রাণিত করেছে। ২০১৮ সালে তিনি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।


বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান। তাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। প্রেস বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরো