সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল মারজান আবাসিক থেকে জয় ঋষি নামের এক যুবককে আটকছে করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাত আনুমানিক ৩টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরশপুর ঋষিপাড়া গ্রামের সঞ্জিত ঋষির ছেলে জয় ঋষি (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিন্দাবাজার কাজী ইলিয়াস সান ফ্লাওয়ার জেন্টস পার্লারে চাকরি করা জয় ঋষি আল মারজান আবাসিক এলাকার ৬ষ্ট তলায় ভাড়া থাকতেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় এবং ভাড়া বাসায় এসে সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে রুমমেটদের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
একপর্যায়ে আল-মারজান আবাসিক বসবাসরত লোকজন পুলিশকে খবর দিয়ে জয় ঋষিকে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।