রবিবার, ০৪ মে ২০২৫
রবিবার, ০৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জের আরজু রেস্টুরেন্টে পচা বাসি খাবার ও অতিরিক্ত দামের অভিযোগ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আরজু রেস্টুরেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পচা ও বাসি খাবার পরিবেশন এবং অতিরিক্ত দামে খাদ্য বিক্রির অভিযোগ উঠে এসেছে। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, এই রেস্টুরেন্টে খাওয়ার পর অনেকেই পেটের পীড়া, ডায়রিয়া ও বমি বমি ভাবসহ নানা রকম শারীরিক সমস্যায় ভুগেছেন।

বিশেষ করে দুপুরের খাবারের সময় ভীড়ের সুযোগ নিয়ে অনেক সময় পুরোনো ও অনুপযুক্ত খাবার গরম করে পরিবেশন করা হয় বলে দাবি করেছেন নিয়মিত ক্রেতারা। একইসাথে, সাধারণ মানের খাবারের বিপরীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্য আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। এক প্লেট ভাত ও কয়েকটি আইটেমের জন্য ৫০০-৭০০ টাকা পর্যন্ত বিল রাখা হয়, যা এই অঞ্চলের অন্যান্য খাবারের দোকানগুলোর তুলনায় দ্বিগুণেরও বেশি।

স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “একদিন খাওয়া শেষে পেট ব্যথা শুরু হয়। পরে ডাক্তার বললেন, বাসি বা পচা খাবার খাওয়ার কারণে এটা হয়েছে। এমন খারাপ অভিজ্ঞতা আর চাই না।”

আরেকজন জানান, “এখানে দাম চাইলেই দ্বিগুণ নেয়, প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, “আরজু রেস্টুরেন্ট শুধু খাবার নয়, মানুষের স্বাস্থ্য ও অর্থ দুটোই নষ্ট করছে। ভোক্তাদের এ ধরণের অসাধু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সজাগ হতে হবে। এই রেস্টুরেন্ট বয়কটই এখন সময়ের দাবি।”


তবে এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অনিয়ম বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা চান, স্বাস্থ্যবিধি ও মূল্যের নীতিমালা অনুসারে নিয়মিত তদারকি করা হোক।

এই সম্পর্কিত আরো