গুণির করদর করলো আরেক গুণি সংগঠন। যে সকল সংগঠন সর্বদা মানবিক কাজে নিয়োজিত থাকে সেই সকল সংগঠনকে মুল্যায়ন করেছে শ্রীমঙ্গল হাজী সেলিম ফাউন্ডেশন। অনুষ্ঠানে সামাজিক কর্মকান্ডে নিয়োজিত থাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৫৪টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় মানবিক কাজে নিয়োজিত থাকা ৫৪টি সংগঠনের শতাধিক মানুষকে নিয়ে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ও উদ্বোধন করা হয়।
গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও বাজারে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান হাজী সেলিম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে হাজী সেলিম আহমদ বলেন, একজন মানুষ হিসেবে তার উত্তম কাজ আরেকজন মানুষের উপকার করা। আর যে সকল সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে আমাদের উচিৎ তাদের মুল্যায়ন করা। তাই আমি আমার সংগঠন থেকে বাছাই করে প্রথমধাপে ৫৪টি সংগঠনকে সম্মাননা দিয়েছি। তিনি বলেন, আল্লাহ আমার যে তৌফিক দান করেছেন আমি সে অনুপাতে মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি। ইতিমধ্যে বিগত করুনার সময় খাদ্য সহায়তা, পিপিই বিতরণ, শীতের সময় শীত বস্ত্র বিতরণ,রমজানে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় তুরস্কে ত্রাণ বন্যাকবলিত মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, ঘরহীন মানুষের মাঝে ঘর নির্মাণ, গরিব অসহায় পরিবারে বিয়ে অনুষ্ঠানে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারে টিবওয়েল বিতরণ, মসজিদ-মন্দিরে গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন মাদরাসা-মসজিদ, স্কুল প্রতিষ্ঠা ও জমি দান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, কাঁচা রাস্তা ইট সলিং করে দেয়াসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়িত করেছি এবং তা অভ্যাহত আছে। তিনি বলেন এইসব কাজ করতে গিয়ে বার বার তাকে বিদেশ থেকে দেশে ছুটে আসতে হয়েছে। এখন থেকে যে সকল সংগঠন মানবিক কাজ করে তাদের মাধ্যমে চেষ্টা করবো এই কাজগুলো করার।তাই ওই সকল সংগঠনের প্রতিনিধিদের নিয়েই আমার হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন করি।
এ সময় আরো বক্তব্যদেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, মুসলিমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম. এ. রহিম নোমানী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান, মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সভাপতি মোঃ একরামুল কবির ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহিদ।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে হাজী সেলিম ফাউন্ডেশন শ্রীমঙ্গল কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলায় মানবিক কল্যাণে কাজ করে আসছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী জানান, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি মানবতা ও সমাজের কল্যাণে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এখনও সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এছাড়া ছাত্রজনতার গণঅভুত্থানে জুলাই-বিপ্লবে আহতদের চিকিৎসায় এককালীন অনুদান বিতরণ। সংগঠনের আয়োজনে গত ৪ বছর ধরে প্রতি বছর ১ রমজান থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে।