সিলেটের ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত জিয়া উদ্দিন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালাবাজার ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক।
গতকাল শনিবার (৩ মে) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, “জিয়া উদ্দিনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার দায়ে তাকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান সহ সাময়িক বহিষ্কার করা হলো।
ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সুপারিশের প্রেক্ষিতে আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।”