রবিবার, ০৪ মে ২০২৫
রবিবার, ০৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে উদ্যোক্তা মেলায় ক্রেতার ঢল

নিজ গৃহে হাতে তৈরী উদ্যোক্তাদের পণ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণকারি উদ্যোক্তাদের ব্যবসা আরো সমৃদ্ধ করতে বিয়ানীবাজারে তিন উদ্যোক্তার পরিকল্পনা অনুষ্ঠিত হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা মেলা-২০২৫। শনিবার পৌরসভার শহরতলীর এলাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তিনদিনব্যাপী এ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

বিয়ানীবাজার ছাড়াও ঢাকা ও সিলেট থেকে নারী উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে এ মেলায় স্টল দিয়ে ক্রেতাদের দৃষ্টি কেড়েছেন। সব মিলিয়ে মেলায় ৫০টি মতো স্টল রয়েছে। এসব স্টলে মহিলা ও তরুনীদের জন্য হাতে তৈরী বিভিন্ন পণ্য মহিলা ও তরুণীদের বিভিন্ন পণ্য রয়েছে।


দুপুরে ক্ষুদ্র উদ্যোক্তা মেলা-২০২৫ এর উদ্বোধন করেন সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন ও মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খয়ের, মেলার উদ্যোক্তা সদস্যসহ আরো অনেকে।

এ রকম উদ্যোগের ফলে উদ্যোক্তাদের পণ্যের ব্যপ্তি ঘটবে এবং নতুন উদ্যোক্তা তৈরীে হবে জানিয়ে অতিথিরা বলেন, এ মেলা যেভাবে সাড়া ফেলেছে সেটিই বলে দিচ্ছে উদোক্তারা সফল হয়েছেন।

যেসব উদ্যোক্তা মহিলা ও তরুনীর ব্যবসা প্রতিষ্ঠান নেই তাদের পণ্য বিক্রি ও ক্রেতাদের সামনে উদ্যোক্তাদের তৈরী পণ্য পরিচিতি করাতে এ মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা।

এমন আয়োজনকে স্বাগত জানিয়ে উদ্যোক্তারা দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়ে বলেন, পণ্য নিয়ে শত শত ক্রেতার সামনে উপস্থাপন ও পরিচিতি তুলে ধরা সম্ভব হয়েছে।

এক ছাদের মধ্যে সকল উদ্যোক্তার স্টল থাকায় ঘুরে পছন্দের পণ্য ক্রয় ও পণ্য যাচাই করা সুযোগ পাওয়া যায় ক্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

ছোট্ট পরিসরে হলেও এ আয়োজন বিয়ানীবাজারে আরো মহিলা ও তরুণীদের উদ্যোক্তা হয়ে নিজেকে সাবলম্বি করতে উৎসাহিত করবে।

এই সম্পর্কিত আরো