সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালত-জকিগঞ্জের উদ্যোগে "দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে, কোনো চিন্তা নাই" এই প্রতিপাদ্য নিয়ে আলোচনাসভা, র্যালি ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়।
র্যালিটি জকিগঞ্জ চৌকি আদালতের প্রাঙ্গণ হতে শুরু হয়ে জকিগঞ্জ বাজারসহ পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভা ও র্যালিতে জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, প্যানেল আইনজীবী জনাব ফজলুল হক, আইনজীবী মো. কাওছার রশিদ (বাহার), আইনজীবী মঈন উদ্দিন, আইনজীবী মোয়াজ্জেম হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়া জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির অন্যান্য সদস্যসহ জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এবং অত্র আদালতের কোর্ট সাব-ইনসপেক্টর সেলিম বাহার সহ জকিগঞ্জ উপজেলার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জকিগঞ্জ চৌকি আদালতের পেশকার মো. তাজুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে অত্র আদালতের স্টেনো-টাইপিস্ট মো. শাকিল সহ অন্যান্য সহায়ক কর্মচারী ও জি.আর.ও অফিসের পুলিশ সদস্যরা।
আলোচনাসভায় বক্তারা জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের মাধ্যমে জনগণ আইনগত সহায়তা সম্পর্কে জানতে পারে, বিরোধে বা দ্বন্দ্বে জড়ালে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা নিয়ে আপস-নিষ্পত্তি করতে পারে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় ও যোগোপযোগী কার্যকরী উদ্যোগ। বক্তরা আইনগত সহায়তা ক্রমবর্ধমান হারে অব্যাহত রেখে এর পরিধি আরও বৃদ্ধি করার উপর জোড় দেন এবং জকিগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল এইড অফিস কে আইনী সেবাগ্রহিতাবান্ধব করে তোলার জন্য অনুরোধ করেন।
আলোচনাসভার সভাপতি নাজমুল হাসান তার বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র যতদিন থাকবে মানুষের স্বার্থের সংঘাত, দ্বন্দ্ব থাকবেই তবে এই দ্বন্দ্ব কে স্থায়ীরূপ দেওয়া যাবে না, লিগ্যাল এইড অফিসের সহায়তায় দ্বন্দ্বের আপস-মীমাংসা করতে হবে। জনগণের জন্য সব ধরণের আইনীসেবা উন্মুক্ত, লিগ্যাল এইড অফিসে সরাসরি কিংবা অনলাইন আবেদনের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এছাড়া টোল ফ্রি হেল্পলাইন ১৬৪৩০-তে কল করে বিচারপ্রার্থীরা আইনগত পরামর্শ নিতে পারেন। তিনি আরও বলেন জকিগঞ্জ চৌকি আদালতের অফিস জকিগঞ্জ উপজেলার বিচার প্রত্যাশীদের জন্য সর্বদা খোলা আছে এবং জকিগঞ্জ চৌকি আদালতের বিশেষ কমিটির কার্যক্রম চলমান থাকবে। পরিশেষে, সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল কে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ও গ্রুপের মাধ্যমে প্রচারনা চালানের অনুরোধ পূর্বক উক্ত আদালতের লিগ্যাল এইড অফিস কে আরও সেবা বান্ধব করার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।