সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মাছের ফিশারি থেকে তাঁর বাড়ির কেয়ারটেকার শাওন আহমদের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান শাওনের ভাই সাজন। দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাওন স্থানীয় চরচন্ডি গ্রামের মাসুক আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ওই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।