রবিবার, ২৪ আগস্ট ২০২৫
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাবা ক্রিকেটার হলেও অভিনেত্রী মা-ই সংসার চালাতেন: সোহা সিংহ একাই শিকার করে, মোদিকে থালাপতি বিজয় ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার ১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় আজকের স্বর্ণের দাম: ২৪ আগস্ট ২০২৫ জকিগঞ্জ-আটগ্রাম সড়কে ভাঙা ব্রিজে জনদুর্ভোগ মানবতাবিরোধী অপরাধী হাসিনার বিরুদ্ধে ১৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের জৈন্তাপুরে অতি: জেলা ম্যাজিষ্ট্রেট - আগামী দুই দিনের মধ্যে নিজ নিজ উদ্যোগে লুন্ঠিত পাথর নদীতে পুনঃস্হাপনের নির্দেশ
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে মানববন্ধন

আমার দেশ সম্পাদকসহ সকল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও আমার দেশ পত্রিকার  সম্পাদকসহ সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব চত্বরে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। অন্যায়ের সাথে কোনদিন আপোস করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০ টি মামলার আসামি ছিলেন। তিনি জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন।

ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের আক্রোশ ও উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

সেই সাথে মেঘনা গ্রুপের মালিককে দ্রুত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, মেঘনা গ্রুপ কুমিল্লায় সাধারণ মানুষের জমি দখল করেছে। রাস্তাঘাট দখল করেছে। প্রতিবাদ করলেই মামলার ভয় দেখানো হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বেড়ে ওঠা মোস্তফা কামাল এখনও ধরাছোঁয়ার বাইরে। নতুন বাংলাদেশে মোস্তফা কামালের মত লোকদের আস্কারা দেয়া চলেবেনা। তার বিরুদ্ধে এ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে বৃহত্তর সিলেট থেকে আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, আমার দেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও আমার দেশ পাঠক মেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, প্রেসক্লাবের সহসভাপতি রওনক আহমদ বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম,পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষক ফজলুল করিম সাঈদ, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন, পাঠক মেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সাংবাদিক এ, কে কুদরত পাশা, ওয়ারিওর অফ জুলাই সংগঠনের আহবায়ক ফয়সল আহমেদ, দৈনিক আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি, আমিনুল হক, মুক্তখবর প্রতিনিধি এ কে মিলন আহমেদ, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর, রাইজিং বিডি প্রতিনিধি মনোয়ার চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াকুব শাহরিয়ার, আমার দেশ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, ছাতক উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, শাল্লা প্রতিনিধি পাবেল আহমেদ, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি শরীফ উদ্দিন মানিক, পাঠক মেলার সদস্য জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

বাবা ক্রিকেটার হলেও অভিনেত্রী মা-ই সংসার চালাতেন: সোহা

সিংহ একাই শিকার করে, মোদিকে থালাপতি বিজয়

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার

১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়

আজকের স্বর্ণের দাম: ২৪ আগস্ট ২০২৫

জকিগঞ্জ-আটগ্রাম সড়কে ভাঙা ব্রিজে জনদুর্ভোগ

মানবতাবিরোধী অপরাধী হাসিনার বিরুদ্ধে ১৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের

জৈন্তাপুরে অতি: জেলা ম্যাজিষ্ট্রেট আগামী দুই দিনের মধ্যে নিজ নিজ উদ্যোগে লুন্ঠিত পাথর নদীতে পুনঃস্হাপনের নির্দেশ