বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

এসপি-ওসির স্বাক্ষর জালিয়াতি

হবিগঞ্জে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪

হবিগঞ্জে পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ বিভিন্ন কর্মকর্তার সিল-স্বাক্ষর জাল করে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি)।


শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২২ এপ্রিল মো. স্বাধীন আহমেদ রবিনের নামে একটি সন্দেহজনক পুলিশ ক্লিয়ারেন্সের সূত্র ধরে তদন্ত শুরু হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বনানী এলাকা থেকে চক্রের মূলহোতা মো. সেলিম আহমেদসহ খালিদুর রহমান, রুকুনুর আলম ও সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 


তিনি জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক, পাঁচটি পাসপোর্ট এবং ভূয়া ক্লিয়ারেন্সের কপি উদ্ধার করা হয়। 


পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এ চক্রটি দীর্ঘদিন ধরে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ নানা সরকারি কাগজপত্র জালিয়াতি করে আসছিল। গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, শহিদুল হক মুন্সি, ডিআই-১ কামরুল ইসলাম এবং ডিবির ওসি একেএম শামীম হাসান উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো