সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারিভাবে কৃষকের ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গোদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা সুমন কুমার সাহা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলামআম্বিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুপক রঞ্জন তালুকদার,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদ আফিন্দী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। খাদ্য গুদাম সূত্রে জানাযায় ২৪ শে এপ্রিল থেকে ২১শে আগষ্ট প্রর্যন্ত প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ১৫শ ২০ কেজি ধান বিক্রি করতে পারবেন।
উপজেলা ৬টি ইউনিয়নে কৃষকদের এফসের মাধ্যমে এবং উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নাম নিবন্ধন করে ধান বিক্রি করা যাবে। এই উপজেলায় এ বছর ১৬শ ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।