নবীঞ্জের দুই লন্ডন প্রবাসীর বাড়িতে দুটি ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এক প্রবাসীর বাড়িতে হয়েছে ডাকাতি। আর অন্যজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেশিয় পাইপগান।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে লন্ডন প্রবাসী শাহ মশহুর আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে লন্ডন প্রবাসী শাহ মশহুর আলী জানান তিনি দীর্ঘদিন ধরে দেশে আছেন। গতকাল রাত ৩টার দিকে ৬থেকে ৭ জনের ডাকাতদল কলাপসিবল গেট ভেঙ্গে ভেতরে ঢুকে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, ইংল্যান্ডের ৩শ পাউন্ড, নগদ ১লাখ ৫০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
নবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, এটা কোন ডাকাতি নয়, তাদের কাজের ভুয়া নিয়ে সমস্যা হয়েছে, সেই কাজের ভুয়া হয়তো সব কিছু চুরি করছে।
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে দেশিয় একটি পাইপগান পুলিশ উদ্ধার করেছে। উক্ত পাইপগানটি পরিত্যাক্ত অবস্থায় লন্ডন প্রবাসী পুকুর পাড়ে পাওয়া যায়। গতকাল বুধবার বিকালে পাইপগানটি উদ্ধার করা হয়।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে নবীগঞ্জ থানা পুলিশ আউশকান্দি ইউপির জালালপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী ইকবাল মিয়ার বাড়ীর সামনে পুকুর ঘাটের পাড়ে দেশীয় লোহার ও প্লস্টিক এর তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ।
নবীগঞ্জ থানার এসআই কাজল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত পরিত্যক্ত পাইপ গানটি জব্দ করেন।
নবীগঞ্জ থানার ইনচার্জ মোঃ কামাল হোসেন, দেশিয় পাইপগান উদ্ধারের কথা স্বীকার করেন। তিনি বলেন আমরা পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি পেয়েছি