রবিবার, ২৪ আগস্ট ২০২৫
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নবাব আলী সাজ্জাদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৩ এপ্রিল) গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকা থেকে সাজ্জাদ খানকে এবং বুধবার বিকেলে কাদিপুরের আমতৈল এলাকা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিককে অভিযান চালিয়ে আটক করা হয়। ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এই সম্পর্কিত আরো