শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিধবা মহিলার বসতঘর ভাঙচুর লুঠপাট থানায় অভিযোগ

জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামে বিধবা মহিলা সুমতি দাসের(৫০) বসতঘর ভাঙচুর ও চারটি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২২এপ্রিল) ভোর ৫টায় এঘটনা ঘটে। এঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি ও জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এঘটনায় সুমতি দাস বাদী হয়ে জামালগঞ্জ থানায়  একই গ্রামের মৃত হরিমন তালুকদারের ছেলে হরেন্দ্র তালুকদার, সুপ্রিম তালুকদার ও সতীন্দ্র তালুকদার  সহ আরো ১০-১২জনকে   অঙ্গাতনামা বিবাদী করে  একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার ভোর পাঁচটায় পলক গ্রামে ১৫-২০জন লোক বাদী সুমতি দাসের বাড়িতে অতর্কিত হামলা চালায়। সুমতি দাস বাধাঁ দিলে তাকে মারধর সহ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ঘরের বেড়া খুলে ফেলতে শুরু করে এবং ঘরের মালামাল ভেঙে ফেলে। পাশে থাকা চারটি গাছ কেটে ফেলে। বাদীর সুর চিৎকারে আশেপাশের লোকজন আসতে শুরু করলে তারা  দৌড়ে পালিয়ে যায়। এবং এই বলে হুমকি দেয় থানায় মামলা অথবা কাউকে জানালে থাকে খুন করা হবে। আরো জানা যায় বাদীর প্রতিবেশী  হরেন্দ্র তালুকদারের সাথে দীর্ঘদিন যাবত বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা চলছে। বিষয়টি আদালতে
বিচারাধীন রয়েছে। 
যার কারণে পাশের গ্রাম থেকে সন্ত্রাসী ভাড়া করে এঘটনা ঘটিয়েছে।

এবিষয়ে জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য সম্ভু জানান জায়গা সম্পত্তির বিষয়টি আইনি প্রক্রিয়ায় আছে,আইনগত ভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আইন কেহ নিজের হাতে তুলে নেওয়া সমীচীন নয়।

এবিষয়ে হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী বলেন ,এ ধরনের কার্যক্রমের মোটেই সমীচীন নয় ।  মামলা চলাকালীন সময়ে নিরীহ মহিলার উপর আক্রমণ ও তার বসতবাড়ি ভাঙার নিন্দা জানাই। এছাড়াও অন্য গ্রাম থেকে ভাড়া করে লোক এনে এধরনের কার্যক্রমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। 

এ বিষয়ে অভিযুক্ত হরেন্দ্র তালুকদার জানান, ২০০৯সালে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দিয়ে ঘর উচ্ছেদ করে দেয়। পরদিন এলাকার প্রভাবশালী লোকদের সহায়তায় আবার ঘরটি স্থাপন করা হয়। কিন্তু আদালয়ের রায় আমার পক্ষে আছে বিধায় ঘর ভাঙার চেষ্টা করেছিলাম,কিন্তু মহিলার চিৎকারের কারণে আর ঘর ভাঙা হয়নি।

জামালগঞ্জ থানার উপসহকারী পুলিশ কর্মকর্তা সুত্রাংশু দে দিলু  জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত  করে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো