বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে সমঝিয়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
তথ্য-প্রযুক্তির সহায়তায় গত দেড় মাসে ৭টি মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়। তবে বিভিন্ন থানায় উদ্ধার হওয়া মোবাইলের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৭ টি মোবাইল ফোনসেট বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন দ্রুততম সময়ে ফিরে পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মালিকরা।
সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসএমপির বিভিন্ন থানায় বিভিন্ন সময় করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৭ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে মহানগরের বিভিন্ন থানায় উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত সংখ্যা আরও বেশি। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের এ তৎপড়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।