সিলেটের গোয়াইনঘাটে সড়কের খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে আইয়ালাবন্দ নামক স্থানে খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল বলেন- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেছি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।