শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল জনাব আলী সরকারী কলেজ ছাত্রদলের

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে বানিয়াচং জনাব আলী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার ২১ এপ্রিল দুপুরে জনাব আলী কলেজ চত্বরে মানব বন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনাব আলী সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে জনাব আলী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এমদাদুল হক বাবুর সভাপতিত্বে ও আশরাফ উজ্জামান মুবিনের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ টার্গেট কিলিং করছে।নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠেছে। বানিয়াচংয়ে ও বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পারভেজ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চত করা না হলে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে।নিজেদের বলয় বৃদ্ধির জন্য বানিয়াচংয়ে ও আওয়ামী লীগ-ছাত্রলীগের পুনর্বাসন আমরা মেনে নেব না। আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল আহমেদ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে হত্যা করেছিলো একইভাবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে হত্যা করেছে। যারা পারভেজকে হত্যা করেছে তাদের সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পারভেজ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আগামী ২৪ ঘণ্টার মধ্যে  তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত  করতে হবে।

পারভেজ হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিশির উদ্দিন খান,তুষার হোসেন খান সৈকত,ছাত্রদল নেতা রবিন আল কাউছার ও উবায়দুল হক অভি।

বক্তারা অবিলম্বে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত ও নির্মম। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে জনাব আলী কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো