শনিবার, ২৩ আগস্ট ২০২৫
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাত্রশিবিরের সিলেট মহানগরের উপশাখা প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত দুই এলাকার সংযোগস্থলে কালভার্টের উদ্বোধন সাংবাদিকতার পেশায় ফ্যাসিস্ট সরকারের সহযোগিদের আমরা দেখতে চাই না: জাকির জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতা ছাবির চৌধুরীর দলীয় পদ স্থগিত প্রাথমিক তদন্ত: নিম্নমানের কীটস ব্যবহারে আউশকান্দি পাম্পে দূর্ঘটনা শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বালাগঞ্জে শিওরখাল মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রবাসী গুণীজন সংবর্ধিত
advertisement
সিলেট বিভাগ

ইতালিতে চাকরির লোভ দেখিয়ে নবীগঞ্জের ১০ যুবককে জাল ভিসা

নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের নোহেল আহমেদসহ ১০ যুবকের কাছ থেকে ইতালিতে ভালো চাকুরির লোভ দেখিয়ে জাল ভিসা দিয়ে ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে দালাল চক্র। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন নোহেল আহমেদ গংরা।

উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের নাজিম উল্লার ছেলে ইতালি প্রবাসী আক্কাছ মিয়া ও তার ভাই এবং স্ত্রীর বিরুদ্ধে  উক্ত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগিরা উচ্চ সুদে ঋণের টাকা দিয়েও ইতালি যেতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। 

অভিযোগকারী  নোহেল আহমেদসহ ১০টি পরিবার এখন অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিসের মুরুব্বীয়ান, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান ভুক্তভোগীরা। 
অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের নাজিম উল্লার ইতালি প্রবাসী ছেলে আক্কাছ মিয়া, তার ভাই রফিক মিয়া, নাসির মিয়া, বশির মিয়া, সফিক মিয়া ও তার স্ত্রী আলপিনা বেগম পুর্ব পরিচয়ের সুত্রধরে একই ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের মৃত তোফাজ্জল হকের ছেলে নোহেল আহমেদকে স্বপ্নের দেশ ইতালিতে ভালো চাকুরির সুযোগ-সুবিধা আছে, জনপ্রতি ১২ লাখ টাকায় ভিসা দেয়া যাবে, সেই সাথে ভালো কোম্পানীতে চাকুরীর সুযোগের লোভ দেখিয়ে নোহেল আহমদের মাধ্যমে সে নিজেসহ ১০ জনের ইতালীর ভিসার জন্য ১ কোটি ২০ লাখ টাকা পর্যায়ক্রমে প্রবাসী আক্কাছ মিয়াসহ তার পরিবারের কাছে প্রদান করেন। কিছু দিন পর আক্কাছ মিয়া তাদের নামে ইতালির ভিসা পাঠায়। ওই ভিসা গুলো যাচাই-বাচাই করে অনলাইনে চেকিং করে দেখা যায় সব ভিসা জাল। জাল ভিসা পেয়ে অসহায় ওই যুবকরা ও তাদের পরিবার দিশেহারা হয়ে পড়ে। ভেস্তে যায় স্বপ্নের দেশ ইতালি যাওয়া। ভুক্তভোগিরা বারবার প্রতারক আক্কাছ মিয়া ও তার পরিবারের সাথে যোগাযোগ করে সঠিক ভিসা বা টাকা ফেরৎ না পেয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। এক পর্যায়ে ৭ লাখ টাকা উদ্ধার করলেও প্রায় ২/৩ বছর ধরে দেই দিচ্ছি বলে বাকী টাকা দেয়া হচ্ছে না। এদিকে উচ্চ সুদে ঋন করে এবং কেউ কেউ জায়গা জমি বিক্রি করে টাকা দেয়ায় পথে বসেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী নোহেল আহমেদ বলেন, পুর্ব পরিচয়ের সুত্র আক্কাছ মিয়া, তার ভাইয়েরা ও তার স্ত্রী মিলে আমাকে ভালো চাকুরীর লোভ দেখিয়ে ইতালি নেয়ার স্বপ্ন দেখায়। ফলে আমিসহ ১০ জনের পাসপোর্ট ও জনপ্রতি ১২ লাখ করে ১ কোটি ২০ লাখ টাকা আমার মাধ্যমে প্রদান করি। টাকা গুলো আক্কাছ মিয়া, তার ভাইয়েরা ও তার স্ত্রী আলপিনা বেগমের কাছে পর্যায়ক্রমে দেয়া হয়। টাকা গুলো নিয়ে ৩ মাসের মধ্যে ভিসা দেয়ার কথা ছিল। কিন্তু ৬ মাস পরে ভিসা দিলেও তা জাল ভিসা। আমিসহ ১০টি পরিবার বর্তমানে ঋনের বুঝা নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ ব্যাপারে করগাওঁ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, ইতালি যাবার জন্য উল্লেখিত টাকা আক্কাছ মিয়া ও তার পরিবারের কাছে প্রদানের ঘটনা সত্য। আমরা অনেক চেষ্টা করে ৭ লাখ টাকা উদ্ধার করলেও বাকী টাকা উদ্ধার করতে পারিনি। ভুক্তভোগীরা উক্ত প্রবাসী প্রতারক আক্কাছ মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছেন।

এব্যাপাওে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।পওে তাকে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালে কোন জবাব দেননি।

এই সম্পর্কিত আরো

ছাত্রশিবিরের সিলেট মহানগরের উপশাখা প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

দুই এলাকার সংযোগস্থলে কালভার্টের উদ্বোধন

সাংবাদিকতার পেশায় ফ্যাসিস্ট সরকারের সহযোগিদের আমরা দেখতে চাই না: জাকির

জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতা ছাবির চৌধুরীর দলীয় পদ স্থগিত

প্রাথমিক তদন্ত: নিম্নমানের কীটস ব্যবহারে আউশকান্দি পাম্পে দূর্ঘটনা

শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

বালাগঞ্জে শিওরখাল মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রবাসী গুণীজন সংবর্ধিত