মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

চলে গেছেন স্ত্রী, অভিমানে পৃথিবী ছাড়লেন যুবক

সিলেটের জকিগঞ্জে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে। 

আত্মহত্যাকারী আব্দুল মুমিন (৩৫) আনন্দপুর গ্রামের ফাতাই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মুমিনের স্ত্রী কয়েক দিন আগে স্বামী ও ৩ সন্তান রেখে পরকীয়ার প্রেমিকের হাত ধরে চলে গেছেন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে পরিবারের লোকজন ঘরের চালার বর্গার সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

দুপুর দেড়টার দিকে থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশের ময়না তদন্ত হবে। কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা খুঁজে বের করার চেষ্টা করছি।

এই সম্পর্কিত আরো