বুধবার ১৬ এপ্রিল দৈনিক সবুজ সিলেট'র প্রিন্ট সংস্করণের প্রথম পাতায় এবং অনলাইন সংষ্করনে 'আ. লীগ নেতা শফিউলের গাড়ি চড়ছেন বিএনপি নেতা এমরান!' শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি এক প্রতিবাদলিপিতে, উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত । বাস্তবে এধরনের কোন গাড়ি আমার নেই, এমনকি কখনোই ছিলনা। আমি চ্যালেন্জ দিয়ে বলতে পারি এই ধরনের গাড়ি আমার আছে কেউ প্রমান করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।
প্রকৃতপক্ষে আমার রাজনৈতিক অবস্থানের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দলের ভিতর ও বাহিরে সবাই একত্রিত হয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের সাথে নিয়ে আমার বিরুদ্ধে নির্লজ্জভাবে এই ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় ভুল তথ্য প্রধান করে সাংবাদিক ও জনগণকে বিভ্রান্ত করছে,
যারা আওয়ামী লীগের টাকায় আংগুল ফুলে কলাগাছ হয়েছে, আওয়ামী লীগের সময় ডিক্লারেশন নিয়ে পত্রিকার মালিক হয়েছে, এখন নির্বাচনী মাঠে জনগন তথা নেতা কর্মীদের দ্বারা প্রত্যখাত হয়ে মিথ্যা প্রচারনার আশ্রয় নিচ্ছে ।
ফ্যাসিস্ট এবং তাদের দোসররা বিএনপির নেতৃত্বকে হেয় করার ষড়যন্ত্রের অংশ হিসাবে এইসব প্রচারনা।
এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদলিপিতে তিনি আরো বলেন, শুধু আমার বিরুদ্ধে নয়, এই চক্রটি বিএনপি অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। দুষ্টচক্রের এমন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।
এডভোকেট এমরান আহমদ চৌধুরী
সাধারণ সম্পাদক
সিলেট জেলা বিএনপি