১৯৬২সালে বিভাগী শহর সিলেটে প্রতিষ্টিত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালটি ১৯৮৬ সালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর নামানুসারে নাম পরিবর্তিত হয়ে ধারণ ক্ষমতার বাইরে গিয়েও অতিরিক্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যহত রেখে দেশের চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
যার ধারাবাহিকতায় বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখকে ঘিরে সরকারী নির্দেশনা মোতাবেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ারর জেনারেল উমর রাশেদ মুনির পক্ষ থেকে রোগী ও তাদের স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ উন্নতমানের খাবার বিতরন করা হয়েছে।
হাসপাতল সূত্রে জানা গেছে, দেশের বিশাল জনগোষ্টীর চিকিৎসা সেবায় নিয়োজিত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালাটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির নিয়মিত সুষ্ট টিমওয়ার্কের মাধ্যমে অব্যবস্থাপনার দূরনাম কাটিয়ে মানবিক চিকিৎসা সেবা কেন্দ্রে পরিনত করণে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের সহকারী পরিচালকবৃন্দসহ কর্মকর্তা- কর্মচারীদের সম্বনয়ে রোগ নির্ণয়ের পরিক্ষা-নিরিক্ষায় উন্নমানের যন্ত্রপাতি ও আসবাবপত্রের সুষ্ট ব্যাবহারের মাধ্যমে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ দালালের দৌরাত্ব বন্ধ হওয়ায় কিছুটা হলে স্বস্তির নিশাস্ব ছাড়ছেন আগত রোগীসহ তাদের স্বজনরা। কর্মকর্তা-কর্মচারী,রোগী ও তাদের স্বজনের মানষিক উৎসাহ-প্রেরণা বাড়াতে পরিচালকের পক্ষ থেকে সোমবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে রোগী ও তাদের স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ উন্নত খাবার পরিবেশন করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: মোহাম্মদ বদরুল আমিনসহ অনান্য কর্মকর্তারা।
এসময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগি ও তাদের স্বজনের সাথে কৌশল বিনিময়ের পাশাপাশি কর্মরত চিকিৎসক,নার্স ও অনান্য কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহব্বান জানান তারা।
এদিকে বাংলা নববর্ষকে জানান দিতে হাসপাতালের সহকারী পরিচালকসহ বড় কর্তাদের একান্ত কাছে পেয়ে অনেকটা আবেগ আপ্লুপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একাধিক রোগী ও তাদের স্বজনরা বলেন, হাসপাতালে ভর্তি থেকে ভুলেই গেছিলাম আজ পহেলা বৈশাখ। হঠাৎ করে শুভেচ্ছা ও চিকিৎসার খোঁজ খবরসহ উন্নত খাবার পরিবশনে সহকারী পরিচালককে কাছে পেয়ে মনের ভিতরের কথাগুলো র্নিভয়ে নির্বিগ্নে বলে শান্তির নিশ্বাস নেন সেবাপ্রার্থীরা।
এসময় হাসপাতালে ২য় তলায় আইসিইউ বিভাগে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন এনটিভি, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেটের সাংবাদিক শিপন আহমদের মা আম্বিয়া বেগমের চিকিৎসার সার্বিক খোঁজ খবরসহ স্বজনদের শান্তনা প্রদান করেন সহকারী পরিচালক ডা: মোহাম্মদ বদরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন,ওয়ার্ড মাস্টার মোহাম্মদ দোলোয়ার হোসেন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমানসহ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অনান্যরা। এদিকে, হাসপাতালের ইনডোরে রোগীর সঙ্গে থাকা অতিরিক্ত এ্যাটেডেন্টের চাপে সেবায় বিঘ্ন না হতে রোগীর প্রমানপত্র সাপেক্ষে দেড়শো টাকার বিনিময়ে কার্ড সংগ্রহ করতে পারবেন রোগীর স্বজনরা। কার্ডটি ফেরত দিলে টাকা ফিরিয়ে দেয়া হবে। মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির তথ্যটি জানান।