বিশ্বনাথে মঙ্গলবার রামপাশা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের আমতৈল গ্রামে সিডস অফ সাদাকাহ’র উদ্যোগে ওটার মেগা-ওয়েল প্রকল্পের আওতায় ৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেঠ জেলা নায়েবে আমীর ও সিলেট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সমাজসেবী মাষ্টার মনোহর আলী, হাফিজ ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ, মাওলানা আসাব উদ্দিন, মাওলানা মোজাহিদ আলী, তাজুল ইসলাম, সাঈদ আলী প্রমুখ।
ওই প্রকল্প বাস্তবায়নের ফলে তিনটি কমিউনিটি মেগাওয়েলের মাধ্যমে প্রায় ৬০০ শত পরিবার বিশুদ্ধ খাবার পানি পানের সুযোগ উপভোগ করবে বলে জানাগেছে।