গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাসান আহমদ(৩২)।
সোমবার রাত ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ চৌহমুহনী থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের সাহাব উদ্দিনের পুত্র।
আটক হাসান আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নম্বর -৬ /(০৮.০১.ইং)এর তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।