বিয়ানীবাজার প্রতিনিধি
প্রখর রোদ আর গরম উপেক্ষা করে প্রাণের উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে বিয়ানীবাজারবাসী। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে সোমবার নববর্ষকে বরণ করে নেওয়া হয়। বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার আযোজন করা হয়। সোমবার সকালে পৌর সভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা অডিটোরিয়ামে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত হয়।
নববর্ষ উপলক্ষে রং-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানার ইত্যাদি দিয়ে নয়নাভিরাম সজ্জায় সজ্জিত করা হয় আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি। এসময় শিশু ও কিশোরেরা ‘নববর্ষ হোক সবার’সহ নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড বহন করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানিয়ে উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সংস্কৃতিকর্মীরা। এছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সাংস্কৃতিক দলের পরিবেশনায় উৎসবটি আরও প্রাণবন্ত করে তোলা হয়। মনমাতানো গানের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে উঠেন উপস্থিত উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ উপস্থিবৃন্দ।
এসময় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলা নববর্ষের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সবাইকে নিয়ে মিলেমিশে সুষ্ঠুভাবে কাজ করার আশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। তিনি বলেন, বাঙালি সংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবে।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক সক্রিয় ছিল বিয়ানীবাজার থানা পুলিশ।