মৌলভীবাজারের কুলাউড়ায় ৩২পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কয়েছ রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে কাদিপুরের মধ্য চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩২পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।