গাজাবাসীর আহ্বানে ‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’ কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃঃসংশতা ও গণহত্যা বন্ধের দাবিতে গাজাবাসীর আহ্বানে দেশের সকল স্বাধীনতাপ্রিয়, ধর্মপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধভাবে সোমবার ৭ এপ্রিলের হরতালকে সতস্ফূর্তভাবে পালন করার আহ্বান জানিয়েছেন। এই কর্মসূচী পালন করা এখন সবার মানবিক ও ঈমানী দায়িত্ব। রুয়ান্ডার গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী এক হতে পারলে ফিলিস্তিনের গাজায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুর নৃৎসংশতাকে রুখে দেওয়ার লক্ষ্যে ও তাদেরকে উচিৎ শিক্ষা দিতে শান্তিকামী বিশ্ববাসীর ন্যায় বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
এই কর্মসূচীর সমর্থনে সোমবার সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।